কোম্পানীগঞ্জে শাহিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৪, ৩:২৮:২০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নে শাহিন আহমদ হত্যা মামলার প্রধান আসামি মরম আলীকে (২৬) গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আজ রোববার (২১ এপ্রিল) ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মরম আলী কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাঁও (পূর্বপাড়া) গ্রামের মৃত জমির আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। সিলেটের ডাককে তিনি জানান, মামলার প্রধান আসমীকে আমরা ধরতে সক্ষম হয়েছি। অন্যান্য আমাসীদের ধরতে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে সবাই গ্রফতার করে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর পুত্র।
এ ঘটনায় নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে গত ১৫ এপ্রিল কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইছাকলস নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়া, বোরহান উদ্দিন, কদ্দুছ মিয়া্, আশক আলী, মছকন্দর আলী, দেলোায়ার হোসেন দিলু, হিরন মিয়া সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
এদিকে, শাহিন আহমদর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্টে এবং দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বিশাল মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, শামীম আহমদ, ইউপি সদস্য লিটন আহমদ, কবির আহমদ প্রমুখ।