বিশ্বনাথে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৪, ২:১২:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজনেই ফুফাতো- মামাতো ভাই।
রোববার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরের এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃতরা হলো, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও একই গ্রামের টিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)।
রিহান ও রুহান তারা পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলনিতে ভাড়া বাসায় থাকতেন। উভয়ের পিতা দিনমজুর।
স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরে পানিতে রিহান ও রুহান নেমে পড়ে। এক পর্যায়ে তাদের খোঁজাখুজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। এসময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।