হাওরে ধান কাটার ধুম, ভালো ফলনে খুশি কৃষক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ৩:০৫:৫৩ অপরাহ্ন
মো: নুরুল হক, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বোরো ধান কাটার ধুম পড়েছে। ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। কিছুদিন পরেই ধানের ফসলের মাঠ ফাঁকা হয়ে যাবে। সোনার ফসল উঠবে কৃষকের গোলায়। সবমিলিয়ে বোরোর বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে উপজেলার কৃষকদের মুখে। তারা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা ও সংগ্রহের কাজে। তাদের সঙ্গে কৃষাণীরাও সহযোগিতা করছেন।
বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, প্রায় সব জায়গাতেই ধান কাটার মহোৎসব চলছে৷ আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম থাকায় ধানের ফলনও হয়েছে ভালো। যেদিকে দৃষ্টি যায়, শুধু ধান আর ধান। এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই পুরোদমে বোরো ধান কাটার ধুম পড়ে গেছে। ধান কাটা, মাড়াই, শুকানোসহ আনুষঙ্গিক কাজে কৃষক-কৃষাণীসহ দিনমজুররাও ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে ২২ হাজার ৬৫৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এই হিসেবে চাল হবে ৯৫ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ৩৮০ কোটি টাকার, এখন পর্যন্ত ধান কর্তন হয়েছে ২৬.৮২ শতাংশ। হাওরে ভর্তূকি মুল্যের ৫১ টি হারভেস্টার মেশিন ধান কাটছে। বোরো আবাদের মৌসুমের শুরু থেকেই মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি, কৃষকদের পরামর্শ, প্রণোদনা বীজ- সার ও কৃষি যন্ত্রাংশ বিতরণের মাধ্যমে সার্বক্ষণিক কৃষকের পাশে থাকায় হাওরে এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের।
সাংহাই হাওরের একাধিক কৃষকরা বলেন, ধানের ফলন খুব ভালো হয়েছে। বৈশাখের প্রথম দিন থেকেই কষ্টের ফলানো সোনালি ধান ঘরে তুলতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে। এই হাওরকে ঘিরেই আমাদের স্বপ্ন, আমাদের সুখ। আশা করছি এবার লাভবান হবো।
শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ও ফসলে পোকার আক্রমণ এবং রোগবালাইয়ের প্রকোপ না থাকায় বোরোর ভালো ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদনের আশা করছি আমরা। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই সব ফসল কাটা মাড়াই করে গোলায় তুলতে পারবেন কৃষকরা।