উপজেলা পরিষদ নির্বাচন
প্রথম দফা দিরাই-শাল্লায় লড়বেন ২৯ প্রার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ৩:৩১:৫৮ অপরাহ্ন
শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ থেকে: আগামী ৮ মে প্রথম দফা নির্বাচনে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলায় মনোনয়নপত্র জমাদান, যাচাই বাছাই শেষে ভোটযুদ্ধে লড়তে প্রস্তুত ২৯ প্রার্থী। গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী প্রত্যাহার না করায় চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।
দিরাই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন। তাঁরা হলেন প্রদীপ রায়, মোহাম্মদ গোলাপ মিয়া, মো. আজাদুল ইসলাম , রঞ্জন কুমার রায়, রিপা সিন্হা। ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী হলেন, এবিএম মনসুর, ফয়সল মিয়া কাওসার, মো. এখলাছুর রহমান, মো. নাজমুল হাসান, রহুল আমীন। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি বেগম, মোছাম্মত রীনা বেগম ও হাফছা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস, গনেন্দ্র চন্দ্র সরকার, দিপু রঞ্জন দাশ লড়বেন। ভাইস চেয়ারম্যান পদে অরিন্দম চৌধুরী, কালীপদ রায়, প্রদীপ দাশ, ফেনী ভূষণ সরকার, বিষ্ণুপদ দাস, মো. আব্দুল মজিদ, মো. সাইফুর রহমান, মো. হাফিজুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্তুজা আক্তার, মোছাম্মত আলফিনা আক্তার, মোছাম্মত ছায়ামনি আক্তার, শর্ববী রাণী মজুমদার নির্বাচনী মাঠে রয়েছেন।
উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, প্রথম দফায় দিরাই ও শাল্লা উপজেলায় ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে ঋণখেলাপির দায়ে এসএম শামীমের প্রার্থিতা বাতিল হয়।