দিরাইয়ে দুয়ারে নির্বাচন : ভোটাররা ব্যস্ত বৈশাখের ধান কাটায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৪, ১:২২:২৪ অপরাহ্ন
উবাইদুল হক, দিরাই (সুনামগঞ্জ) থেকে : ধান ঘরে তোলার মুহূর্তে দুয়ারে কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচন। এখন পর্যন্ত কোন প্রার্থীই মাঠে দেখাতে পারছেন না তাদের জনসমর্থন। তারা নির্বাচনে ভোটারদের আগ্রহ বাড়াতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারের কাছে গিয়ে তাদের মন জয় করতে, ধনী, গরীব, দিনমজুর, শ্রমিক-সবাইকে বুকে জড়িয়ে ধরছেন প্রার্থীরা। মার্কা দেখিয়ে ভোট চাইছেন। ক্ষণিকের দেখায় আপন করার চেষ্টা করছেন। দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। হাত বাড়িয়ে প্রচারপত্র নিচ্ছেন ভোটার।
বিগত সময়ের বিভিন্ন ধরনের নির্বাচন পর্যালোচনা করলে দেখা যায়, হাওরবেষ্টিত এই উপজেলায় নির্বাচন আসলেই মানুষের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যেত। নির্বাচনী হাওয়ায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত গানের তালে তালে নাচানাচি করতো। বাড়ির পাশে কিংবা বাজারের চায়ের দোকানে চলত নির্বাচনী গল্প। দিনরাত চলত ভোটের হিসেব।
এখন মানুষের ভাবনায় শুধুই ধান আর ধান। অল্প কিছুদিনের মধ্যে শেষ হবে তাদের সোনালী ধান ঘরে তোলার কাজ। তখন ভোটাররা আগ্রহী হয়ে উঠতে পারেন নির্বাচনের ব্যাপারে- এমন প্রত্যাশায় রয়েছেন প্রার্থীরা।
তবে, উপজেলার শহরে অনেক ভোটারের মনে লেগেছে নির্বাচনী দোলা। বিভিন্ন চায়ের দোকানে বসে করছেন নির্বাচনী আলোচনা পর্যালোচনা। কে হবেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কার- গলায় পড়বে বিজয়ের মালা। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ১ লাখ ৯৭ হাজার ৪২৫ জন ভোটার রয়েছেন। এবার প্রার্থী হয়েছেন মোট ১৩ জন।