জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ যুবকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৪, ৩:৩৬:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক প্রাষ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায়।
নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামের ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেদোওয়ান আহমদ (২৬), একই গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের মঞ্জুর আহমদ, সোনাসার বাজারের ব্যবসায়ী বারঠাকুরী গ্রামের বাসিন্দা মঞ্জুর আহমদ (৩৮)।
জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল ড্রাইভিং করে বাড়ি ফেরার পথে রেদোওয়ান, মঞ্জুর ও দেলোয়ার হোসেন বারঠাকুরী ব্রিকফিল্ডের কাছে পৌঁছার পর সড়কে দাঁড়িয়ে থাকা মাটি বহনের অবৈধ ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ এবং দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহতবস্থায় মঞ্জুর আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাবেদ মাসুদ দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। আরেকজনের মৃত্যুর খবর পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে জানান।
এদিকে, রাতের বেলায় জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ট্রাক, ট্রাক্টর, ট্রলি, বাসসহ ছোটবড় যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে প্রায় সময়ই ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন লেকজন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গত রাতের এই দুর্ঘটনায় একই গ্রামের তিন যুবকের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো উপজেলা জুড়ে।
এর আগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলাছড়া ইউপির মাদারখাল গ্রামের তিন বন্ধু ও বিয়ানীবাজার উপজেলার একজনসহ মোট চারজন মারা যান। চারজনের মৃত্যুর শোক কেটে ওঠার আগে আবারও সড়কে তিনজনের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।