সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে ঝরলো আরও ২ প্রাণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৪, ২:৩৫:৫৭ অপরাহ্ন
অনলঅইন ডেস্ক : সিলেট-কোম্পানীগঞ্জ যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। মাত্র পাঁচদিনের মাথায় আবারও এই সড়েক ঝরলো দুটি প্রাণ। মঙ্গলবার (৩০ এপ্রিল) এই সড়কের ধুপাগুল লালবাগ নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)। তারা দুজনই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে মঙ্গলবার বেলা দেড়টার দিকে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসার মৃত্যু হয় ।
এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল এই সড়কের গৌরীনগর এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হন। নিহতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশার রনজিত সাহার ছেলে পার্থ সাহা (২৩)।