সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ৬:১৭:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যে সারা দেশের মতো সিলেটেও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন। বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জাতির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখতেন। শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে উন্নত কর্মপরিবেশ তৈরি করে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসন : মহান মে দিবস উপলক্ষে গত বুধবার জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে কবি নজরুল অডিটরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে নজরুল অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে মহান মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্র্ােপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মু. মাসুদ রানা, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শ্রমজীবী মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু শ্রমিকের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য জাতির পিতা তাঁর জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন উল্লেখ করে সিসিক মেয়র বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের পরিশ্রম ও ত্যাগ অনস্বীকার্য। শোষণহীন সমাজ গঠনে মালিক শ্রমিক সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সিসিক মেয়র।
জেলা ও মহানগর শ্রমিক লীগ : মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। গত বুধবার সকাল ১০টায় র্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার অডিটরিয়ামের সামনে আয়োজিত র্যালি এবং পরে নজরুল অডিটরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার সহ সভাপতি মো. আব্দুল জলিল, সাদিকুর রহমান সাদিক, মৌলানা সালাহ উদ্দিন একরাম, খন্দকার ফায়েকুজ্জামান, আব্দুল করিম পাখি, আজিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা শাখার প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সুশান্ত দেব, সহ সম্পাদক নূর এ আলম, সমরেন্দ্র সিংহ, সিলেট গ্যাস ফিল্ড (সিবিএ) এর সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সিলেট জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, দক্ষিণ সুরমা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, সদস্য হারুন মিয়া, জালালাবাদ গ্যাস ফিল্ড (সিবিএ) এর সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি মো. রুবেল আহমদ, সহ সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী, সহ সভাপতি মো. ইব্রাহিম, দপ্তর সম্পাদক শাহ খালেদুজ্জামান, প্রচার সম্পাদক মো. আব্দুল মালেক, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম, সদস্য উসমান গনি, সিলেট জেলা হিউম্যান হুলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ১৩২৬ এর আহ্বায়ক শাহাব উদ্দিন , জেলা পরিবহন শ্রমিকলীগের সভাপতি সুজিত সূত্রধর, মহানগর শ্রমিকলীগের সহ শ্রমিক কল্যাণ সম্পাদক শামিউল ইসলাম, সিলেট মহানগর হকার্স ট্রেড ইউনিয়ন (রেজি নং- সিলেট-৩০) এর সাধারণ সম্পাদক ইউসুফ আলী, হকার্স নেতা আতিয়ার রহমান প্রমুখ।
বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন : মহান মে দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং সিলেট-৭৫ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
র্যালিটি সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার অডিটরিয়ামের সামনে জেলা প্রশাসন আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে, সিলেট সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং সিলেট-৭৫ এর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামাল খান, অর্থ সম্পাদক ওসমান বেপারী, প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবুল, ক্রীড়া সম্পাদক লিটন মিয়া, কার্যকারী সদস্য নাজিম, খালেদ দুলাল, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, নান্টু পাল, সদস্য বিন্দু, দিলওয়ার হোসেন, জসীম উদ্দিন প্রমুখ। র্যালি শেষে কাজী নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।
হোটেল শ্রমিক ইউনিয়ন : মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৯৩৩ এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকল ১০ টায় ‘মে দিবসের সার্বজনীন স্ববেতনে ছুটি বাস্তবায়ন কর, সরকার ঘোষিত নি¤œতম মজুরি কার্যকর করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট নগরীর তালতলাস্থ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্রা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. ইউসুফ জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নুরুল হুদা ছালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল মিস্টি বেকারি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-০০৭ এর দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক মো. আল আমিন, হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও র্যালিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম উজ্জল, দপ্তর সম্পাদক মো. ফজলু মিয়া, জেলার কার্যকরি সদস্য মো. মোজাম্মেল আলী, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মো. আমিন উল্লাহ আল আমিন, এয়ারপোর্ট থানা কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন, শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক, প্রচার সম্পাদক মো. সাব্বির মিয়া, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাগর বিশ^াস, সাংগঠনিক সম্পাদক দবির মিয়া প্রমুখ।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন : মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে রেজিস্ট্রারী মাঠে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক বাহার উদ্দিন, সদস্য আক্কাস আলী, মোবারক আলী, আলমগী হোসেন সালমান, শেরে আলম, আব্দুল কাদির, শুক্কুর আলী, আব্দুল মুমিন, আব্দুস শহী বকস, বাবুল মিয়া, রেজাউল মিয়া, আব্দুল করিম প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন : মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণ শাখার বিভিন্ন উপজেলায় গত বুধবার র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। ওসমানী নগরÑ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানী নগর উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজারে আয়োজন করা হয় র্যালী ও সমাবেশ।
উপজেলা সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুর আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা সভাপতি জুলেখ আহমদ, ওসমানী নগর উপজেলার সহ-সভাপতি রেদোয়ান খান, বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ফয়সল আহমদ প্রমুখ। বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে মে দিবস উপলক্ষে আশিকুর রহমান হেলাল ও আব্দুল হামিদের নেতৃত্বে সকাল দশটায় পৌর শহরে আয়োজন করা হয় র্যালী এবং সমাবেশ। এতে আরো বক্তব্য রাখেন তানভীর এলাহি মজুমদার, মুনিবুর রহমান পাবেল, ময়নুল ইসলাম, সেলিম উদ্দিন। গোলাপগঞ্জ-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মে দিবস উপলক্ষে সকাল দশটায় এক র্যালী ঢাকাদক্ষিণ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফেডারেশনের উপজেলা সভাপতি কুতুবউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আল মান্নান লিপুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক আয়কর আইনজীবী মাজাহারুল হক লিটন, গোলাপগঞ্জ উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মালিক, পৌরসভার সাধারণ সম্পাদক এনাম আহমদ, শরীফ উদ্দিন, আব্দুল কাদির প্রমুখ।
বিশ্বনাথ : বিশ্বনাথ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক র্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শ্রমিকনেতা জাহেদুর রহমানের সভাপতিত্বে ও আরাফাত আলীর পরিচালনায় র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পৌর উপদেষ্টা মাস্টার ইমাদ উদ্দিন, শাহীন আহমদ রাজু, কামরুল ইসলাম দুলাল, ফরিদ আহমদ প্রমুখ।
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মহান মে দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা র্যালী অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মহান মে দিবস উপলক্ষে গত বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রব্বানী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের সদস্য মাতাব উল হাসান সমুজ। এতে আরও বক্তব্য দেন, সদস্য তৈমুছ আলী, বশির মিয়া, আলফু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, শ্রমিক লীগ নেতা সমশের আলী, আব্দুর রহিম, সুপ্রিথী রানী দাস, এহসানুল হক, আব্দুল জিলাল প্রমুখ।
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দিরাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯ টার সময় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের আয়োজনে পৌর শহরে থানা রোডের অস্থায়ী কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে সংগঠনের সভাপতি মুরাদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রাণনাথ, তাহিদ মিয়া, মোশাহিদ মিয়া, সেলিম মিয়া প্রমুখ।