কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ৬:৩৫:৩৮ অপরাহ্ন
কানাইঘাট থেকে নিজস্ব সংবাদদাতা ॥ সিলেটের কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের শফিক হাওরে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম বাবুল আহমদ (৪৮)। তিনি উপজেলার দক্ষিণ কুয়রেরমাটি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ফাহিম আহমদ (১৭) ও প্রদীপ বিশ্বাস (২০)।
দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী জানান, দুপুরে বাবুল হাওরে ধান কাটতে যান। এসময় তার সাথে ছিলেন ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাসসহ আরো দুইজন । হঠাৎ করে প্রচন্ড বজ্রপাত এসে তাদের উপর পড়লে ঝলসে গিয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।