উপজেলা নির্বাচনে শ্রীমঙ্গলে ১০ প্রার্থীর মনোনয়ন জমা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৪, ৫:০২:২৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গলে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আছকির মিয়া, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক প্রেমসাগর হাজরা ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সদস্য আফজল হক।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি লিটন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও মৌলভীবাজার জেলা শ্রমিক মজলিসের সভাপতি এম এ রহিম নোমানী।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস ও হাজেরা খাতুন।
উল্লেখ্য, শ্রীমঙ্গলে ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪শ’ ৪১ জন।