বাদাঘাটে নৌকায় চড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৪, ৫:১৬:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে শামীমা বেগম (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার বাদাঘাট গ্রামের চিড়াখাই বিলে এ ঘটনা ঘটে।
নিহত শামীমা বাদাঘাট নীলগাঁও গ্রামের আলী আহমদের মেয়ে এবং স্থানীয় নলখল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শামীমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা আলী আহমদ বলেন, গতকাল শুক্রবার বিকেলে বিলে কয়েকজন শিশু নৌকায় চড়ে খেলতে যায়। একপর্যায়ে শামীমা নৌকা থেকে পানিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, শিশুটি নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য নিয়ে গেছেন স্বজনরা।