মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৪, ৫:২৯:১৬ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারে বজ্রপাতে আব্দুল হাই নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের পুদিনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আপার কাগাবালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষক আব্দুল হাই হাওরে ধান কাটছিলেন। এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।