সচেতন নাগরিক সমাজের মতবিনিময় সভা
‘সিসিকে অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিত করুন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ২:১৫:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি করপোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স ‘অস্বাভাবিকভাবে’ বৃদ্ধির প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নগরীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালিয়াস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক আব্দুল হাকিম এর পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দিন বাদশা, মোঃ আখতার বক্স জাহাঙ্গীর, মোঃ আফজল উদ্দিন, মাহবুবুর রহমান মন্তাজ, শেখ মোঃ কবির আহমদ, মালেক আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, উজ্জল রঞ্জন চন্দ, শামসুদ্দিন, মোঃ ছানাউল হক, আব্দুল করিম, মোঃ মাহমুদুল হক, শেখ আহমদ, মোঃ শাখাওয়াত হোসেন, মাহমুদুর রহমান, কাজী নইমুল আলম, কামাল মিয়া, আকতার হোসেন, মোঃ মখলিছুর রহমান, ময়নুল ইসলাম, আহছানুজ্জামান, ফয়জুল হক, রাজীব কুমার দে রাজু, মোঃ আক্কাছ উদ্দিন আক্কাই, মোঃ সোহেল আহমদ, মোঃ আফজল, মোঃ মাসুক মিয়া, মোঃ আলমগীর, মোঃ খসরুজ্জামান, সৈয়দ আমিনুর রহমান, মুছা আহমদ চৌধুরী, সায়েম আহমদ, শহিদুল হোসেন মামুন, শহীদ আহমদ খান, আবু দাউদ সোহেল, বখতিয়ার ওয়াকার, রুবেল বকস, আহমদ খান জুনেদ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও বিদ্যুতের বার বার মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় সিলেট সিটি করপোরেশন কর্তৃক হঠাৎ করে কোনোরূপ আলাপ আলোচনা না করে হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়, যা আমরা নগরবাসী অবগত নই। আমরা সিলেট নগরীর সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে ট্যাক্স বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা বলেন, বর্তমান এসেসম্যান্ট বাতিল করে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজের সকল শ্রেণি পেশার নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে নতুন করে হোল্ডিং ট্যাক্স আরোপ করতে হবে এবং ১৪ মে আপত্তি শুনানিসহ সকল কার্যক্রম স্থগিত করতে হবে। নগরবাসীর যৌক্তিক দাবি আদায়ে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মতবিনিময়, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মতবিনিময় সভায় সাবেক প্যানেল মেয়র আবদুল কাইয়ুম জালালী পংকীকে আহবায়ক করে সচেতন নাগরিক সমাজের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ও ২৭টি ওয়ার্ডের প্রতিটির একজন করে আহবায়ক কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।