জালালাবাদ গ্যাস-এর কৃতী শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ২:৪৩:৫৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড এর ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।
কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানি সচিব মোঃ শহিদুল ইসলাম। কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট এবং প্রাইজমানি বিতরণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।
এ সময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সদস্য, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ-১৬৯০ (সিবিএ) এর নেতৃবৃন্দসহ কৃতী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি