চেম্বার নেতৃবৃন্দ ও রেস্টুরেন্ট মালিক নেতৃবৃন্দের সভা
মে দিবসে রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের নিন্দা ও ক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ২:৫০:৫২ অপরাহ্ন
গত মে দিবসে শ্রমিক নামধারী কতিপয় সন্ত্রাসী নগরীর কয়েকটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট চেম্বার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. এমদাদ হোসেন এর সভাপতিত্বে সভায় সমিতির নেতৃবৃন্দ বলেন, পর্যটন নগরী সিলেটে ছুটির দিন অনেক পর্যটক ঘুরতে আসেন। পর্যটকদের সুবিধার জন্য আমরা ছুটির দিনগুলোতে রেস্টুরেন্ট খোলা রাখি। এতে সারাবছর কোন সমস্যা হয়না, কিন্তু মে দিবস আসলে কিছু নামধারী শ্রমিক রেস্টুরেন্ট খোলা রাখলে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। এতে পর্যটক ও ব্যবসায়ীরা খুবই অসুবিধায় পড়েন।
সভায় রেস্টুরেন্ট মালিকরা জানান, গত ১ মে শ্রমিক নামধারী এসব সন্ত্রাসীরা নগরীর কয়েকটি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। যার ফলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সে ব্যাপারে রেস্টুরেন্ট মালিকরা সিলেট চেম্বার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. এমদাদ হোসেন রেস্টুরেন্ট সমূহে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, আমরা শ্রমিকদের ন্যায্য সকল দাবি মেনে নিয়ে এবং তাদের সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রেখেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি। তাই কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক কর্তৃক ব্যবসায়ীদের এভাবে ক্ষতিগ্রস্ত করা কখনই কাম্য নয়।
তিনি আরো বলেন, এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধের ব্যাপারে প্রশাসন, এফবিসিসিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস প্রদান করেন। আর ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে সিলেট চেম্বার সর্বদা ব্যবসায়ীদের পাশে থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক মো. সারোয়ার হোসেন ছেদু, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের পরিচালক শান্ত দেব, সিলেট চেম্বারের পরিচালক আরিফ হোসেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সহ-সভাপতি দেবাশীষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা আফজাল আজিজ, দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সাংগঠনিক সম্পাদক নাফিস শাম্স তিয়াস, অর্থ সম্পাদক ফুয়াদ মো. খায়রুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি