টাকা বিতরণকালে প্রিজাইডিং অফিসারসহ আটক ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ৫:০৬:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচন ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে এক প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনি মোহন দাসের পক্ষে টাকা বিতরণের অভিযোগে তাদের আটক করে পুলিশ।
পরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটকের পর তার জায়গায় রাতেই নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়। আটককৃতরা হলেন— শাল্লা উপজেলা নির্বাচনের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অপু চন্দ্র দাশ, শাল্লা ইউপির মোতাব্বির হোসেন, আব্দুস শহীদ ও আব্দুল খালেক।
আটকের বিষয় নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই-শাল্লা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানান, রাতে টাকা বিতরণের সময় তাদের আটক করে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। আটককৃত প্রিসাইডিং কর্মকর্তার জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।