সীমান্তিক পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
‘ড. আহমদ আল কবির কাজের স্বীকৃতি হিসেবে শেখ হাসিনা স্বর্ণপদক পেয়েছেন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ৫:৩৪:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ ড. আহমদ আল কবির তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ। সীমান্তিক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এর স্বীকৃতি হিসেবে তিনি দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক পেয়েছেন। এ পদকে তিনি কেবল নিজে সম্মানিত হননি, সিলেটবাসীকে সম্মানিত করেছেন। সিলেটের সন্তান হিসেবে এটা আমাদের জন্য গর্বের বিষয়।
গতকাল মঙ্গলবার বিকেলে ড. আহমদ আল কবিরের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নগরীর মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবীর সীমান্তিক কমপ্লেক্সের হলরুমে সীমান্তিক পরিবারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণী ব্যক্তিদের সবসময় মূল্যায়ণ করেন। বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির আন্তর্জাতিক অঙ্গনে এবং মানবসম্পদ উন্নয়ন ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় এ পদক পেয়েছেন। এজন্য সিলেটবাসী তথা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। ড. কবিরকে শিক্ষা দরদি মানুষ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এ পদক প্রাপ্তিতে সমস্ত সিলেটবাসী তাকে সম্মান করা উচিত। প্রসঙ্গক্রমে তিনি বলেন, সিলেটের মানুষ তাকে সেবক বানিয়েছেন। সিলেটকে একটি স্মার্ট এবং ক্লিন ও গ্রিণ সিটি হিসেবে গড়ে তুলতে তিনি প্রচেষ্টা চালাচ্ছেন।
সীমান্তিকের চেয়ারপার্সন শামীম আহমদ’র সভাপতিত্বে এবং সীমান্তিক শিক্ষার পরিচালক অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার ও প্রভাষক মিথিলা রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাছের জাফরউল্লাহ, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ ভিপি, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ আজিজ চৌধুরী।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট সিটি কর্পোরেশনের ২২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চীফ পেট্রন ড. আহমদ আল কবির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন সীমান্তিক শিক্ষা পরিবারের সদস্য স্বর্ণা পুরকায়স্থ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চীফ পেট্রন, দেশের প্রথম আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আহমদ আল কবির তাঁর এই অর্জন সিলেটবাসীকে উৎসর্গ করেন। এ পুরস্কারের মাধ্যমে ইউনিভার্সেল হেলথ কেয়ারের অংশীদার হলো বাংলাদেশ। গত ৪৪ বছর ধরে বাংলাদেশে স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, এ পুরস্কারপ্রাপ্তি সিলেটের স্বাস্থ্যসেবায় কাজ করার দায়বোধ আরো বাড়িয়ে দিল। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো দেশ, জাতি, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি কর্মবান্ধব শিক্ষার বিস্তারে সকলকে উদ্যোগী হবার পরামর্শ দেন।
সংবর্ধিত অতিথি ড. আহমদ আল কবিরকে শুভেচ্ছা জানান, সীমান্তিকের চেয়ারপার্সন শামীম আহমদ, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, সীমান্তিকের এক্সিকিউটিভ ডাইরেক্টর কাজী মোকছেদুর রহমান, ডিইডি কাজী হুমায়ুন কবির, অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার, সীমান্তিক মানবসম্পদ পরিষদের ব্যবস্থাপক ফাতেমা জান্নাত মৌসহ সীমান্তিক পরিবারের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।