দক্ষিণ সুরমায় চেয়ারম্যান পদে বিপুল ভোটে বদরুল বিজয়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ১১:৪৭:৩২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম (টেলিফোন) ২০হাজার ৬১৫টি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.শামীম আহমদ(মোটরসাইকেল)১৪হাজার ৯৫৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান (মাইক)১৯হাজার ৮৩০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ (তালা) ১৮হাজার ২৯০টি ভোট পেয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি (পদ্মফুল) ২০হাজার ২৯৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফাহিমা বেগম (ফুটবল) ১৮হাজার ৮২০টি ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার আবুল হাসনাত রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বুধবার (৮মে ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়।