সিলেটে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৪, ৫:১৮:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। যা সারা দেশে সর্বনিম্ন। গত বছর সিলেটে পাসের হার ছিল ৭৬ দশমিক ০৬ শতাংশ।
রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।
গত বছরের তুলনায় এবার সিলেটে পাসের হার কমেছে। তবে ফল ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ১৪ শতাংশ।
অন্যদিকে ফলে পিছিয়ে আছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। মানবিকে পাসের হার ৬৮ দশমিক ৫০ শতাংশ।
এবার পাসের হার কম হলেও গেল বছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৪৫২ জন। এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৪৭১ জন।
প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেন, ‘এ বছর এক লাখ ৯ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮০ হাজার ছয়জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গেল বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ২ দশমিক ৭১ শতাংশ। সিলেটে এবার পাসের হারে মেয়েরা এগিয়ে আছে।’