মানবসম্পদ উন্নয়নে তথ্যপ্রযুক্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম: দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৪, ৪:১০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রথম বেসরকারি বিশ^বিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী বলেছেন, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে তথ্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম। সেটা শিক্ষা জীবনে হোক অথবা কর্মক্ষেত্রে হোক সকল ক্ষেত্রে কাজে আবশ্যক। এরজন্য নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আর্থসামাজিক নিরাপত্তা বিধানসহ তৃণমূল পর্যায়ে অধিকতর কল্যাণ সাধনের লক্ষ্যে অধিকতর গুরুত্ব দিতে হবে।
তিনি গতকাল শনিবার আইটি ভিশন সোসাইটি সিলেটের টিলাগড় শাখার আয়োজনে সনদ বিতরণ ২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মানব সম্পদ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিকেকেবি (বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড) এবং ইসলামিক ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে যৌথ কার্যক্রমে ইনফরমেশন ভিশন সোসাইটির পরিচালনায় আইটি ভিশন সোসাইটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আইটি ভিশনে বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।
এতে দানবীর ড. রাগীব আলী আরো বলেন, আইটি ভিশন সোসাইটি সিলেট শাখা কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, যা খুবই প্রশংসনীয়। তিনি সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যত সুন্দর কর্মজীবন কামনা করেন এবং প্রশিক্ষণ পরিচালনায় নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান।
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার ও আইসিটি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক। সভাপতিত্ব করেন আইটি ভিশন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ) ও লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং প্রশিক্ষক লিডিং ইউনিভার্সিটি থেকে এলএলবি উত্তীর্ণ শিক্ষার্থী শাহানশাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আইটি ভিশন সোসাইটির প্রকল্প পরিচালক মো. মাহাবুব আলম।
বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার ও আইসিটি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক বলেন, আইটি বিষয়ে জ্ঞানার্জন খুবই গুরুত্বপূর্ণ এবং কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে কম্পিউটার চালনা জানতে হবে। তিনি আরও বলেন, চাকরির ইন্টারভিউয়ে নিজেকে অন্যদের চেয়ে যোগ্য প্রমাণ করতে উচ্চশিক্ষা সনদের পাশাপাশি এধরনের যোগ্যতা থাকা খুবই প্রয়োজন।
সভাপতির বক্তব্যে আইটি ভিশন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ) ও লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম বলেন, আইটি ভিশন সোসাইটি বাংলাদেশের বিভিন্ন শাখার সনদপ্রাপ্তরা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় সম্মানের সাথে কর্মরত রয়েছেন। তিনি আরও বলেন, এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কেউ নিজেকে মাস্টার ট্রেইনার বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। এখানে বেসিক ইংরেজি এবং এ্যাডভান্সড ইংরেজি বিষয়েও প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, আইটি ভিশন সোসাইটির সিলেট শাখা, সানি মার্কেট টিলাগড় পয়েন্ট, সিলেট থেকে এবার সর্বমোট ৩০ জনকে বেসিক কম্পিউটার এবং গ্রাফিক্স ডিজাইনের উপর সনদ প্রদান করা হয়।