পীরমহল্লা ও মির্জাজাঙ্গালে স্বপ্ন ফাউন্ডেশনের মুষ্টির চাল বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৪, ৪:১৮:৪৭ অপরাহ্ন
দাতব্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীর পূর্ব পীরমহল্লা ও মির্জাজাঙ্গালে মুষ্টির চাল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে সংস্থার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একমুঠো ভালোবাসা প্রজেক্টের আওতায় ৫০টি দরিদ্র পরিবারে মুষ্টির চাল ও খাদ্যদ্রব্যের প্যাক তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকে ছিল ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল ও ১ লিটার সয়াবিন তেল।
স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য রোকন খান, রাফাত হুমায়ুন চৌধুরী, উবায়দুল হক বাদল, মির্জাজাঙ্গাল নুরুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ মাহমুদুল হাসান ও ক্বারী মাওলানা সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী বলেন, শহরের বিভিন্ন বাসাবাড়িতে সংস্থার মুষ্টির চালের পাত্র রেখে প্রতিমাসে মুষ্টির চাল সংগ্রহ করে তার সাথে অন্যান্য দ্রব্য দিয়ে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করার অভিনব পদ্ধতি চালু করেছে দেশি ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত এ ফাউন্ডেশন। ইতোমধ্যে দশটি জায়গায় সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এটি একাদশতম খাদ্য বিতরণ কর্মসূচি। তিনি এ কার্যক্রম চালিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি