সুনামগঞ্জের চেলা নদীতে বজ্রপাতে ২ বালু শ্রমিকের প্রাণহানী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৪, ১০:১১:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের ছাতক-দোয়ারার মধ্যবর্তী চেলা নদীতে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ মে) বেলা পৌঁনে ১১টায় নদীতে বালু তোলার সময় চেলা নদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোনালী চেলা নদীতে শত শত বারকী শ্রমিক বালু উত্তোলন করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটে।
নিহতরা হলেন, ছাতকের ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি বাহাদুরপুর গ্রামের মখলিছ আলীর পুত্র বারকী শ্রমিক আব্দুল কুদ্দুছ (২৫) ও নোয়াগাঁও গণেশপুর (পাথারীপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৫)। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল কদ্দুছ। আর গুরুতর আহত দোলন মিয়াকে ছাতক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত আরও অন্তত ৫ জন শ্রমিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালেও স্টিলবডি নৌকা নিয়ে চেলা নদীতে বালু উত্তোলন করতে আসে দুলন মিয়া, কদ্দুস মিয়াসহ অন্যান্য শ্রমিকরা। এ সময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বলেন, চেলা নদীতে বজ্রপাতে ২ বালু শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে। নিহত ও আহতদের সবাই ছাতক ও দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা।