মেট্রোসিটি উইমেন্স কলেজে এসএসসি-দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ১:২৬:৩৯ অপরাহ্ন
![মেট্রোসিটি উইমেন্স কলেজে এসএসসি-দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা মেট্রোসিটি উইমেন্স কলেজে এসএসসি-দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2024/05/11-7-768x444.jpg)
সিলেট নগরীর মেট্রোসিটি উইমেন্স কলেজের আয়োজনে ২০২৪ সালের এসএসসি-দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয়েছে।
রোববার (১৯ মে) সিলেটের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহম্মদ আলাউদ্দীন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রিন্সিপাল মাজহারুল হক চৌধুরী সালমান।
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মো: মুসলেহ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দৈনিক সিলেটের ডাক -এর ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
এছাড়াও সিলেট শহরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর মোহম্মদ আলাউদ্দীন খান বলেন, ‘মেট্রোসিটি উইমেন্স কলেজ সিলেট শহরে নারী শিক্ষার অগ্রগতিতে প্রশংসনীয় ভূমিকা রাখছে।’