লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ৬:৪৪:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, তাপমাত্রা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগাতে হবে। সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সকল সেক্টরে এধরনের কর্মসূচি চলমান রাখতে হবে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে লিডিং ইউনিভার্সিটির বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রাখার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং নিজেরা সুস্থ থাকি।
গতকাল মঙ্গলবার সকালে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।