মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন ২৮ ডিসেম্বর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ৬:৫০:৫৪ অপরাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন এ বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৩য় সমাবর্তনের (৪ আগস্ট ২০১৮) পর থেকে আগামী স্প্রিং ২০২৪ (জুন ২০২৪) এর চূড়ান্ত পরীক্ষায় ও সেপ্টেম্বর ২০২৪ এ অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন ও আনুষ্ঠানিকভাবে সনদ পাবেন।
ইউনিভার্সিটির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
৪র্থ সমাবর্তনে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আসন্ন ২৮ ডিসেম্বরের সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্রাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মোবাইল ০১৭৫৭৫৩৭৭৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে। -বিজ্ঞপ্তি