এমসি কলেজের উপাধ্যক্ষ সাইফুদ্দিন আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৪, ৮:২২:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতরাত ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ গত বছরের ২৪ মে এমসি কলেজে মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ থেকে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলী হয়ে আসেন।
১৯৬৮ সালের পহেলা জানুয়ারি কুমিল্লায় তার জন্ম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন।
এমসি কলেজে তিনি ছাত্রশিক্ষকদের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন।
উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ ছিলেন চতুর্দশ বিসিএসের কর্মকর্তা। চাকরিজীবন শুরু হয় ১৯৯৩ সালের ১৭ নভেম্বর নবীনগর সরকারি কলেজে প্রভাষক হিসেবে। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমসি কলেজের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। পরে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০০৬ সালে সিলেট সরকারি মহিলা কলেজে যোগদান করেন। ২০১৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান এবং ২০১৮ সালের পহেলা এপ্রিল উপাধ্যক্ষ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন। পরে তিনি সর্বশেষ এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।