সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় জীবনযাত্রা স্তব্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৪, ৮:১৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গতকাল ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এমন গরমে অতিষ্ঠ লোকজন। স্তব্ধ জীবনযাত্রা। এর আগে গত বৃহস্পতিবার তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এটিই সর্বোচ্চ। এর মধ্যে আবার আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে।
জানা যায়, সিলেটে গত ২ সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। মাঝখানে সোমবার বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা। আবারও বেড়ে যায় তাপমাত্রা। এতে গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এর সাথে রয়েছে লোডশেডিং। অনেকটা হাপিয়ে উঠছেন লোকজন।
অপরদিকে গত কয়দিন আগেও যখন সারাদেশে তীব্র তাপদাহ চলছিল তখন সিলেটের আবহাওয়া ছিল স্বাভাবিক। এরপর সিলেটে তাপমাত্রা বাড়তে থাকে।
নগরীর বন্দরবাজারে কথা হয় রিকশাচালক রফিকের সাথে। তিনি জানান, স্বাভাবিক সময়ে দৈনিক পাঁচশ থেকে আটশত টাকা আয় হলেও গতকাল বিকেল পর্যন্ত হয়েছে দুই থেকে তিনশত টাকা। গরমে লোকজন তেমন বাসা বাড়ি থেকে বের হয়নি।
তবে চাহিদা বেড়েছে আখের রস, ডাবসহ তরল খাবারের। দুপুরে কোর্ট চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে মানুষ লম্বা লাইনে আখের রস ও ডাব কিনে তৃষ্ণা মেটাচ্ছে। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। এছাড়া সড়কের বিভিন্ন পয়েন্টে পথচারীদের ঠান্ডা বরফের পানি মিশ্রিত লেবুর শরবত খেতে দেখায় যায়।
সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, দেশে সাধারণত মার্চ, এপ্রিল, মে ও জুনে গরম বেশি থাকে। এই সময়ে গরম কিছুটা কমে বৃষ্টি হলে। আগামী কয়েক দিন এ রকম গরম থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।