সুবিদবাজার থেকে মার্লিন বিল্ডার্সের চেয়ারম্যান শামীম গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৪, ১:৫৬:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে মার্লিন বিল্ডার্সের চেয়ারম্যান চৌধুরী শামীম হামিদকে গ্রেফতার করেছে পুলিশ ।
গতরাত ১ টায় সুবিদবাজার মার্লিন বিল্ডার্স থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত শামীমের পিতার নাম আব্দুস সালাম।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া সিলেটের ডাককে জানান, চৌধুরী শামীম হামিদ দুটো এন আই এ্যাক্টের মামলার গ্রেফতারী পরওনাভুক্ত পলাতক আসামি। এজন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।