চলতি বছরের সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
গরমে পুড়ছে সিলেট থমকে গেছে জনজীবন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৪, ১১:৩৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গরমে যেন পুড়ছে সিলেট। বইছে মৃদু তাপপ্রবাহ। গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভেঙ্গে গতকাল শনিবার বিকেল ৩টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলেটের জনজীবন যেন থমকে গিয়েছিলো। সিলেট মহানগরীর সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। অবশ্য, নি¤œচাপের প্রভাবে রাতে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ায় মানুষ কিছুটা স্বস্তির নি:শ্বাস ফেলেন।
আবহাওয়া অফিস সূত্র জানায়, প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে দেশের উত্তরপূর্বের এই জনপদের তাপমাত্রা। গত শুক্রবার দুপুর ৩ টায় সিলেটের তাপমাত্রা ছিলো ৩৭.৭ ডিগ্রি সেলিসিয়াস। এর আগে বৃহস্পতিবার দুপুরে তাপমাত্রার পারদ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে। যা মৌসুমের সর্বোচ্চ ছিলো। গতকাল শনিবার সেই রেকর্ড ভেঙে তাপমাত্রা আরও বেড়ে যায়। যা গিয়ে দাড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে সিলেটে গত ২ সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। মাঝখানে সোমবার শেষ বৃষ্টির দেখা মিলেছিল সিলেটে। এরপর আর সব জায়গায় বৃষ্টি হয়নি। গত শুক্রবার রাতে মৃদু বাতাস বইলেও বৃষ্টি হয়নি। তবে, গতকাল শনিবার সন্ধ্যার পর হালকা বৃষ্টি হয়েছে। অব্যাহতভাবে তাপমাত্রা বাড়তে থাকায় গরমও বেড়েছে। সাথে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং।
অপরদিকে বিদ্যুৎ বিভাগ পূর্ব ঘোষণা দিয়ে গতকাল শনিবার নগরীর বেশ কয়টি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। এতে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। ঘরে বাইরে সবখানে অস্বস্তিতে পড়তে হয় সকলকে। দুপুরে রোদের তেজ বাড়তে থাকার সাথে সাথে নগরীতে মানুষের সংখ্যা কমতে থাকে। অনেকটা ফাঁকা হয়ে পড়ে নগরী। গতকাল শনিবার অফিস-আদালত ও স্কুল কলেজ বন্ধ থাকায় জরুরী প্রয়োজন ছাড়া সড়কে বের হননি তেমন কেউ।
নগরীর মইয়ারচর এলাকার বাসিন্দা গৃহিনী মাহমুদা বলেন, ভাগ্যিস স্কুল বন্ধ ছিল, না হয় সন্তান স্কুলে পাঠানোই ঝুঁকি ছিল। তিনি বলেন, ঘরে বাইরে কোথাও যেন শান্তি মিলছেন না। অপরদিকে সড়কের পাশে লেবুর শরবত, কিংবা ডাব বিক্রেতাদের কদর বেড়েছে গরমে। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে ডাব কিংবা লেবুর শরবত খেতে দেখা যায়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, আগেই বলা হচ্ছিলো গতকাল শনিবার তাপমাত্রা বাড়তে পারে। সেটি হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তিনি বলেন, আগামী কয়েক দিন এ রকম গরম থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।