সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ব্যাংকার দীপক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৫:৩২:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) দীপক রঞ্জন চৌধুরী। সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দপুর এলাকায় সোমবার রাত সোয়া দুইটায় এই দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে সিলেট থেকে সুনামগঞ্জে প্রাইভেট কারে রওয়ানা দেন দীপক রঞ্জন চৌধুরী। রাত সোয়া দুইটায় গোবিন্দপুর এলাকায় এসে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি যাত্রীসহ সড়কের পাশের পানিতে ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা দরজা খুলে জীবন বাঁচালেও দীপক রঞ্জন চৌধুরী বের হতে পারেন নি। তিনি পানিতে ডুবে মারা যান। হাইওয়ে পুলিশসহ স্বজনরা লাশ উদ্ধার করে ভোর চারটায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
মঙ্গলবার ভোরে মরদেহ নিয়ে আসা হয় শহরের হাসন নগরের শহীদ আবুল হোসেন রোডের বাসভবনে। প্রয়াতের মরদেহ মহল্লায় পৌঁছালে পরিবারসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই কন্যা রেখে গেছেন।
তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল করের বোনের জামাই। মঙ্গলবার বিকাল সাড়ে চার টায় শহরের ষোলঘর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।