ধলাই নদীতে পাথর আনতে গিয়ে যুবক নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৫:৪৩:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর আনতে গিয়ে জুবেল (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
সে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের স্বজনরা জানান, সোমবার রাতে ধলাই নদীর কালাইরাগ এলাকা দিয়ে সাদাপাথর আনতে যায় নিখোঁজ জুবেল ও তার সহযোগীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় তার সহযোগীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে তলিয়ে যায় জুবেল। অনেক খোঁজাখুজি করে তার সহযোগীরা সন্ধান পেতে ব্যর্থ হন। আজ ২৮ মে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, ধলাই নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।