হযরত শাহজালাল (রহ.) এর ৭০৫ তম ওরস সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৪, ৪:৫০:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (রহ.)-এর দুইদিনব্যাপী ৭০৫ তম বার্ষিক ওরস আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার ভোরে ফজরের নামাজের আগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত মোনাজাতের পর বিতরণ করা হয় শিরনি। ওরস উপলক্ষে শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নেমেছিল ভক্ত আশেকানদের ঢল। তবে, বৈরী আবহাওয়ার কারণে এবার গতবারের চেয়ে লোক সমাগম কম হয়।
প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হযরত শাহজালাল (র.) এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। সোমবার দিবাগত রাত থেকে পশু জবাই করার মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়। তবে, গতকাল সকালে গিলাফ চড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করে শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানরা জড়ো হয়েছেন। শাহজালালের শানে বিভিন্ন গান ও গজল গেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মাজারে আসছেন ভক্ত-আশেকানরা। অসংখ্য অনুরাগীরা শামিয়ানা টাঙিয়ে দলে দলে জড়ো হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীগোষ্ঠীরাও ভক্তিমূলক গানের জলসা বসিয়েছেন মাজারে।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।