আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা প্রদানের অঙ্গীকার
আইএসও সনদ পেলো হিলভিউ কনভেনশন সেন্টার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৪, ৮:১৫:২৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের প্রথম কনভেশন সেন্টার হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বশেষ নিবন্ধিত আইএসও সনদ পেলো হিলভিউ কনভেনশন সেন্টার। গতকাল বুধবার নগরীর কাজিটুলায় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সৈয়দ মো. এনামুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন যুক্তরাজ্য ভিত্তিক সার্টিফিকেশন বডি বি-এডভ্যান্সি সার্টিফিকেশনের বাংলাদেশ অফিসের হেড অব বিজনেস আলমগীর হোসেন মিল্কি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সহভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ বলেন, ব্রিটিশ ভারতের খান বাহাদুর ও মার্চেন্ট অব আসাম আবদুল কাহেরের পৌত্র আমেরিকা প্রবাসী মঞ্জুর মুহাম্মদ মুমিনের হাত ধরে ২০১৩ সালে হিলভিউ কনভেনশন সেন্টারের যাত্রা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সেন্টারটি সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সৈয়দ মো. এনামুল হক আন্তর্জাতিক কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বজায় রেখে উৎপাদন ও সার্ভিস প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।