মতবিনিময় সভায় তথ্য প্রকাশ
সিলেট জেলায় ৪ লাখ ১৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৪, ২:৪৭:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামীকাল শনিবার সারাদেশের মতো সিলেট জেলায় ৪ লাখ ১৫ হাজার ২৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
সিলেট জেলায় চলমান বন্যা প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বন্যা কবলিত এলাকার বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতেও শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া বন্যা পরিস্থিতির উন্নতি হলে অস্থায়ী কেন্দ্রগুলোতেও দিন ধার্য্য করে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। কোনো শিশুই যাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বাইরে যাতে না থাকে এজন্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সিলেট জেলার সর্বমোট ২ হাজার ৪১৩টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ৪৪ হাজার ৬৪৩ জন শিশুকে ১টি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৭০ হাজার ৬০৪ জন শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্নের লক্ষ্যে গত ২৭ মে সিলেটের সিভিল সার্জন অফিসের ইপিআই কনফারেন্স রুমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন যথাযথভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, একটি শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়ার মত রোগ হতে পারে যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। এছাড়া ভিটামিন ‘এ’ এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, রক্তাল্পতা দেখা দেয় ও ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। যেহেতু ভিটামিন ‘এ’ র অভাব একটি জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা তাই সম্পূরক খাদ্য হিসেবে বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া জন্মের পর পর ই নবজাতক কে শাল দুধ খাওয়ানো, জন্মের পর প্রথম ৬ মাস শিশু কে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, শিশুর ৬ মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি অন্যান্য সুষম খাবার খাওয়ানো, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সবুজ শাক সবজি ও হলুদ ফল মূল খাওয়ানো এবং রান্নায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার করা এ সকল পুষ্টি বার্তা ও প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা তালুকদার একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।