সিলেটে জিয়ার ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত
‘জিয়াউর রহমান দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৪, ২:৫৮:৫৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদাত বার্ষিকী সিলেটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচন সভা, মিলাদ ও দোয়া মাহফিল, এতিম ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ, বন্যা আশ্রয় কেন্দ্রে নগদ অর্থ ও রান্না করা খাবার বিতরণ ইত্যাদি। পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একজন সমরনায়ক হিসেবে দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করে পাকিস্তানী হানাদারদের পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলেন। তিনি রাষ্ট্রক্ষমতায় আসার পর বাকশালীদের হাতে হারানো দেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।’
বক্তারা বলেন, ‘আজ শহীদ জিয়ার অর্জনকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস বিকৃত করা হচ্ছে। তারা বলেন, যতই চেষ্টা করা হউক না কেন বাংলাদেশ মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নামকে মুছে ফেলা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বেগম খালেদা জিয়া দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। এখন সময় এসেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার।’ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট মহানগর বিএনপি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের সাথে শহীদ জিয়ার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাঁর নেতৃত্বেই সম্মুখ সমরে সিলেটকে মুক্ত করেছিলেন। একজন চৌকস রাষ্ট্রনায়ক হওয়ার পরও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তাঁর নেতৃত্বেই স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছিল।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, স্বাধীনতার পরবর্তীতে দেশ ও জাতীয় এক ক্রান্তিলগ্নে তিনি দেশের হাল ধরেন। রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। দেশ গঠনে ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদের গড়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৮১ সালের ৩০ শে মে কিছু বিপথগামী সেনা সদস্যরা বাংলাদেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেয়। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মিফতাহ সিদ্দিকী, রেজাউল হাসান কয়েছ লোদী, সৈয়দ মিছবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, নিগার সুলতানা ডেইজি, সৈয়দ সাফেক মাহবুব, আমির হোসেন, ডা. নাজমুল ইসলাম, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, আফজল হোসেন, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খোরশেদ, মাহবুবুল হক চৌধুরী, ডা. আশরাফ আলী, ফাতেমা জামান রুজি, আব্দুল হাকিম, জিয়া স্মৃতি পাঠাগার মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত অপি, ওয়ার্ড সভাপতির মধ্যে উপস্থিত ছিলেন, খায়রুল ইসলাম খায়ের, জাকির হোসেন মজুমদার, সবুর আহমদ, আব্দুল মুনিম, তারেক আহমদ খান, আব্দুর রহিম মল্লিক, বাচ্চু মিয়া, নাজিম উদ্দিন, সেলিম আহমদ সেলু, আমিনুল ইসলাম, ফখর উদ্দিন পংকি, চাঁন মিয়া বাচ্চু, সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, সাব্বির আহমদ, ফয়েজ আহমদ মুরাদ, রহিম আলী রাসু, লোকমানুজ্জামান, আব্দুল্লাহ শাফি সাহেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, এসএম সায়েম, সুলেমান হোসেন, মিনহাজ পাঠান, আবু সাঈদ মো. তায়েফ, আব্দুস সবুর রাসেল, আব্দুল মালিক সেকু, জমজম বাদশা, সুহেল মাহমুদ, আলী হায়দার মজনু, ইকবাল কামাল, দেওয়ান আরাফাত জাকি, কবির আহমদ, মির্জা জাহেদ, আলমগীর হোসেন, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক এম মখলিছ খান, সাইয়ুমল ইসলাম, মালেক আহমদ, ইফতেখার আহমদ পাবেল, ফরহাদ আহমদ, আকবর হোসেন কায়েসার, নাসির উদ্দীন রব, মইনুল ইসলাম, আব্দুর রহিম, দিদারুল ইসলাম দিদার, মতিউর রহমান শিমুল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজার আলী অনিক, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামসহ সিলেট মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ।
জেলা ও মহানগর যুবদল : সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর রায়নগরস্থ একটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ও খাবার বিতরণ করা হয়। সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক। সাবেক যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- তোফাজ্জল হোসেন বেলাল, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, জি এম বাপ্পি, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উসমান গনি, এনামুল হক চৌধুরী শামিম, আমিনুল ইসলাম আমিন ও ইসহাক আহমদ প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক দল : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব, সদস্য মিছবাহ আহমদ জেহীন, মেহেদী হাসান সপ, সফিকুর রহমান সফিক, বিমল দেবনাথ, মস্তফা আহমদ, সুবহান আজাদ,সালা উদ্দিন, কাওছার হোসেন রকি সহ মেট্রোপলিটন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জজ কোর্ট জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি এডভোকেট মুহিবুর রহমান, ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আকতার বকস জাহাঙ্গীর, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ, এডভোকেট আলিম উদ্দিন, এডভোকেট শামীম হাসান চৌধুরী, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট মো.এজাজ উদ্দিন, এডভোকেট আল আসলাম মুমিন,এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, এডভোকেট খুরশেদ আলম, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট মুহিদুল হক, এডভোকেট সোলাইমান আলী প্রমুখ।