৭০৫ তম ওফাত দিবসে কেমুসাস’র সভা
‘হযরত শাহজালাল (রহ.) এর কারণে সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৪, ১:১৩:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিশিষ্ট গবেষক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন বলেছেন, হযরত শাহজালাল (রহ.) এর কারণে আমাদের সিলেট আজ বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। সিলেটকে গোটা বাংলাদেশের মানুষ পবিত্র নগরী হিসাবে শ্রদ্ধা করে থাকে। হযরত শাহজালাল (রহ.) এর ইতিহাস নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও সর্বজন স্বীকৃত হযরত শাহজালাল (রহ.) একজন আল্লাহর ওলি ছিলেন। তাঁর মাধ্যমে এই অঞ্চলের মানুষ অত্যাচারী রাজা গৌড় গোবিন্দের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে। আমাদের উচিৎ তাঁর এবং তাঁর সাথীদের বিভিন্ন নিদর্শনকে সংরক্ষণ করা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বিশ্ববরেণ্য ওলী হযরত শাহজালাল (রহ.) এর ৭০৫তম ওফাত দিবস উপলক্ষে কবিতাপাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু’র সভাপতিত্বে ১১৯৬তম সাহিত্য আসর ও আলোচনা সভায় হযরত শাহজালাল (রহ.) এর জীবন ও কর্ম বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. তুতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট গল্পকার সেলিম আউয়াল ও কেমুসাসের মুখপত্র আল ইসলাহের সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস।
সভাপতির বক্তব্যে সৈয়দ মবনু বলেন, আমরা বিগত ৭০৫ বছর থেকে হযরত শাহজালাল (রহ.) কে বিভিন্নভাবে স্মরণ করছি এবং এই কামিল ওলির কথা এ জাতি যতদিন বেঁচে থাকবে অবশ্যই স্মরণ করবে। আমাদের উচিৎ তাঁর জীবনী আলোচনার সময় দৃষ্টি রাখা যে কোন কোন কর্ম বা আমলের মাধ্যমে তিনি শাহজালাল হয়ে উঠেছিলেন, সাথে সাথে নিজের আমলের দিকে দৃষ্টি দিয়ে নিজেদেরকে শাহজালালের মতো গড়ে তোলার চেষ্টা করা। হযরত শাহজালাল (রহ.) একজন আলেম ছিলেন, তিনি একজন অধ্যাত্মিক সাধক ছিলেন, অধ্যাত্মিক মুর্শিদ ছিলেন, যোদ্ধা ছিলেন, আল্লাহর পথে দাঈ ছিলেন। আমরা যদি তাঁর আদর্শে আদর্শিত হতে পারি তবে আজকের আলোচনা সফল হবে বলে দাবি করতে পারি।
মূল প্রবন্ধে ড. তুতিউর রহমান বলেন, হযরত শাহজালাল (রহ.) শ্রেষ্ঠ আউলিয়াদের অন্যতম, তাঁর কেরামত ছিলো সুপ্রসিদ্ধ, তাঁর কর্মকান্ডের উজ্জ্বলতম নিদর্শনগুলোও বিশেষভাবে উল্লেখযোগ্য।
কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন, কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য জাহিদুর রহমান চৌধুরী, এডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক, এডভোকেট সুব্রত দাশ, আফসানুল হক জুয়েল, সিরাজুল হক, মিজানুর রহমান, কুবাদ বখত চৌধুরী রুবেল, জুবের আহমদ সার্জন, রাজিয়া সুলতানা, আমেনা শহীদ চৌধুরী মান্না, মিজানুর রহমান মিজান প্রমুখ। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য কামাল আহমদ।