২০০০ শয্যায় উন্নীত ও জনবল বৃদ্ধির দাবি নানা মহলের
জনবল সংকটে ওসমানীর চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৪, ১:১৯:৪৫ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল :
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি ১৪শ’ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া শুরুর পর এখনো ৯শ’ শয্যায় রয়ে গেছে। পাশাপাশি বাড়েনি প্রয়োজনীয় সংখ্যক জনবল। হাসপাতালে চিকিৎসকসহ ৩৪৬টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন থেকে । এর ফলে এখানে প্রতিদিন রোগী ও তাদের স্বজনরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি অত্যধিক রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদেরও।
জানা যায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের একমাত্র টারশিয়ারি হাসপাতাল। বিভাগের ১ কোটিরও বেশি মানুষের স্বাস্থ্যসেবার আশা ভরসার স্থল এটি। এ হাসপাতাল বেশ কয়েক বছর আগে ৫শ’ শয্যা থেকে ৯শ’ শয্যায় উন্নীত হয়। কিন্তু বাস্তবে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় বিপুল সংখ্যক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। অতিরিক্ত রোগীর কারণে হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা। এ অবস্থায় হাসপাতালটি ৯শ’ শয্যার পরিবর্তে ১৪শ’ শয্যায় উন্নীতকরণ প্রক্রিয়াটি চলমান বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। তবে, সিলেটের নানা মহল ও বিশেষজ্ঞজনদের অভিমত, হাসপাতালমুখী জন¯্রােতকে সামাল দিতে এটিকে ২ হাজার শয্যায় উন্নীত করা প্রয়োজন। একই সাথে বাড়ানো দরকার জনবল। বর্তমানে হাসপাতালে মোট ১ হাজার ৮২৮টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ হাজার ৪৮২ জন। শূন্য পদের সংখ্যা ৩৪৬টি।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ৯শ’ শয্যার হাসপাতালটিতে প্রতিনিয়তই রোগী সংখ্যা থাকে প্রায় ৩ হাজারের কাছাকাছি। তবে, হাসপাতালের শয্যা সংখ্যা ৯শ’ থেকে ১৪শ’ তে উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেটি বাস্তবায়িত হলে রোগীদের সেবাকার্য অনেকটাই স্বাচ্ছন্দ্যে দেয়া যাবে।
তিনি আরো বলেন, শুধু শয্যা সংখ্যা বাড়ালে হবে না, পাশাপাশি জনবল নিয়োগ দিতে হবে. যাদের মধ্যে দক্ষ, অদক্ষ সব ধরনের লোকবলই থাকা প্রয়োজন। কেননা, বর্তমানে হাসপাতালে বিভিন্ন শ্রেণি পেশার লোকবল সংকট চরম আকার ধারণ করেছে। তিনি বলেন, হাসপাতালের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে ১৫ তলা ভবন যেটিতে ক্যান্সার, কার্ডিওলজি ও নেফ্রোলজি চিকিৎসা হবে সেটি এবং ‘জাইকা’র অর্থায়নে নির্মাণাধীন ৮ তলা ভবনে ল্যাবরেটরি, প্যাথলজিসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা স্মার্টলি স্বল্পসময়ে করাসহ আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা সম্বলিত যে কার্যক্রম শুরু হবে সেখানে প্রয়োজনীয় লোকবল নিয়োগ প্রয়োজন। এ জন্য অতিসত্ত্বর বাজেট বরাদ্দসহ লোকবলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করলে ভবনই শুধু হবে, কাক্সিক্ষত লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, বর্তমান ৯শ’ শয্যার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৮২৮টি পদের বিপরীতে রয়েছেন ১৪৮২ জন। শূন্যপদ ৩৪৬টি। এগুলোর মধ্যে চিকিৎসকদের শূন্যপদ ৬০টি, নার্স ৩৯, মেডিকেল টেকনোলজিস্ট ১২, ডেন্টাল সার্জন ১৮ এবং অন্যান্য পদ শূন্য রয়েছে ২১৭টি।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি ২০১৪ সাল থেকে বারবার দেশের অপরাপর হাসপাতালগুলোর মধ্যে স্বাস্থ্যসেবার নানা সূচকে ঈর্ষণীয় নম্বর অর্জন করে প্রথম হয়ে আসছে। অথচ, বর্তমান এ হাসপাতালটির পরিচালনার ক্ষেত্রে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সংখ্যা একেবারে তলানীতে ঠেকেছে। তাই হাসপাতালটির ধরে রাখা সুনাম মুখ থুুবড়ে পড়তে পারে। কারণ, আউটসোর্সিং পূর্বের ৪টি কোম্পানির মধ্যে ৩টির লোকবলই অনুপস্থিত এবং ১টি কোম্পানির সীমিত সংখ্যক লোকবল ও সরকারি সীমিত সংখ্যক লোকবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। এমতাবস্থায় আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ বাড়িয়ে দ্রুত লোকবল নিয়োগের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।