বিশ্বম্ভরপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৪, ১:৩৮:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধী দেবর আইনুক হকের (১৮) ছুরিকাঘাতে বড় ভাইয়ের স্ত্রী স্বপ্না বেগম (৩৫) নিহতে হয়েছেন। সেই সঙ্গে গুরুতর আহত হয়েছেন পরিবারের আরো দুজন।
শনিবার (০১ জুন) উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক।
এদিকে ঘটনার পর থেকে আইনুল পলাতক রয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমরিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। অন্যদিকে আহত মর্জিনা বেগম (৩০) ও ইয়াসমিন বেগমকে (২৬) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রামবাসীর বরাত দিয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানিয়েছে, আমড়িয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে সকালে তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে আইনুল হক ধারালো ছুরি দিয়ে তার ভাবি স্বপ্নাকে আঘাত করেন।
এ সময় তাকে বাধা দিতে গেলে অন্য দুই ভাবি মর্জিনা ও ইয়াসমিনও আক্রান্ত হন। ঘটনার পর আইনুল পালিয়ে যান। পরে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বিশ্বম্ভরপুর থানার পুলিশ।
ওসি শ্যামল বণিক জানান, ঘটনার পর আইনুল বাড়ির পাশের নদী পার হয়ে তাহিরপুর উপজেলার দিকে পালিয়ে গেছেন। অভিযুক্ত মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। নিহতের বাবা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।