গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৪, ১:৫১:২২ অপরাহ্ন
গোয়াইনঘাট সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক প্রবাসীর স্ত্রী সুহাদা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দেড়িখাই গ্রামের বাসিন্দা আরব-আমিরাত প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী। গতকাল শনিবার সকালে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রবাসী জসিম উদ্দিন দেড়িখাই গ্রামের মুশাররফ আলীর ছেলে ও সুহাদা বেগম একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী মৃত আব্দুল খালিক খানের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের ৮ এপ্রিল জসিম উদ্দিনের সাথে সুহাদা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক কন্যা সন্তান জন্ম নেয়। জসিম উদ্দিন প্রবাসে থাকায় সুহাদা বেগম শ্বশুরালয়ে তার ৫ বছর বয়সী কন্যা সন্তান নিয়ে ভাসুরের পরিবারের সাথে বসবাস করে আসছেন। নিহতের পরিবারের দাবি ভাসুর সেলিম আহমদ ও তার স্ত্রী সুনারা বেগম মিলে প্রায় সময় সুহাদার সাথে ঝগড়ায় লিপ্ত হতেন। এমনকি সুহাদাকে বিভিন্নভাবে নির্যাতন করেন। কিন্তু সুহাদা প্রায় সময় তার পিত্রালয়ের লোকজনের সাথে বিষয়টি অবগত করতেন। পরে পারিবারিকভাবে বিষয়গুলি সমাধান হতো। কিন্তু ভাসুর সেলিম সুহাদার কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতে মারিয়া হয়ে উঠে। সুহাদা সেগুলো না দেওয়াতে সেলিম আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
সুহাদার বড় ভাই ফয়সল আহমদ খান দাবি করেন গত শুক্রবার রাতে সুহাদার ভাসুর সেলিম ও তার স্ত্রী সুনারা বেগম মিলে সুহাদার উপর শারীরিক নির্যাতন চালায়। এমনকি তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। সেই বিষয়টি সুহাদা বেগম তার স্বামীর কাছে ওয়াটসঅ্যাপে ভয়েজের মাধ্যমে বলেন। এমনকি স্বামীর কাছে দেওয়া ভয়েজ তার পিত্রালয়ের পরিবারের লোকজনকেও দেন সুহাদা। সেই বিষয়টি জানতে পারেন সেলিম। এরপর থেকে আর সুহাদার সাথে তার পিত্রালয়ের লোকজন কোন প্রকার যোগাযোগ করতে পারেননি। পরে সকালে ভাসুর সেলিমের ঘরে সুহাদার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
ফয়সল আহমদ খান আরো অভিযোগ করেন সেলিমই আমার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে এবং আত্মহত্যার নাটক সাজিয়েছে। সেলিম আমার বোনের সকল টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে রাতেই বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
গোয়াইনঘাট থানার এসআই জাহাঙ্গীর জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে সেলিম বাড়ি ছেড়ে পালিয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।