কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে যুবকের লা শ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৪, ২:১২:৩০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সীমান্তে নুরুজ্জামান (২৩) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে।
সে কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। তারা এসে নদীতে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেয়।
পরে বিজিবি ও পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধারে কাজ করা হচ্ছে।