পুনর্বাসনের আগে উচ্ছেদ নয়, ভোলাগঞ্জে মানববন্ধনে দাবী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৪, ৯:২০:০৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকায় স্থাপিত মিনি স্টোন ক্রাশার মিল ও সেখানে বসবাসরত বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন হয়েছে। মানববন্ধনে উচ্ছেদ অভিযান বন্ধ করে পাথর ভাঙ্গার মেশিনকে বিকল্প স্থানে স্থানান্তর করার দাবী জানানো হয়।
সোমবার (৩ জুন) ভোলাগঞ্জ আদর্শ গ্রাম হেমার শ্রমিক বহুমুখী সমবায় সমিতি ও পাথর সংশ্লিষ্ট এলাকাবাসীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বক্তারা বলেন, ‘উচ্ছেদের আগে স্থানান্তরের স্থায়ী ব্যবস্থা না করলে ৫০ হাজার শ্রমিকরা বেকার হয়ে পড়বে। দেখা দিবে চরম মানবিক বিপর্যয়। উচ্ছেদ অভিযানের কারণে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমজীবী লোকজন তাদের রোজগার বন্ধ হওয়ার আশংকায় দিশেহারা হয়ে পড়েছে। তাই কোন রকম স্থায়ী পুনর্বাসন ছাড়া এসব পাথর ভাঙ্গার মেশিন উচ্ছেদ নয়।’
ভোলাগঞ্জ আদর্শ গ্রাম হেমার শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও ভোলাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জসিমুল ইসলাম আঙুর, সহ-সভাপতি শাহ আলম ভুইয়া, সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন, কোষাধ্যক্ষ আনোয়ার পারভেজ, ভোলাগঞ্জ চুনা পাথর আমদানি কারক গ্রুপের সদস্য কাওছার আহমদ, আক্তারুজ্জামান নোমান, আতাউর, মুজিব মেম্বার, শানুর, হেমার শ্রমিক সংগঠনের সহ-সভাপতি চান নিয়া, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, প্রচার সম্পাদক রুকন মিয়া, শফিকুল ইসলাম, কমরউদ্দিন, চান মিয়া, সুন্দর আলী, সায়েদ আহমদ, কয়েস আহমদ, ইউসুফ, আক্তার প্রমুখ।-বিজ্ঞপ্তি