ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৪, ২:১২:০৯ অপরাহ্ন
ডা: এস এম আসাদুজ্জামান জুয়েল: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: এএইচএম এনায়েত হোসেন বলেছেন, চিকিৎসাসেবা একটি মহৎ পেশা। এ পেশার সাথে জড়িতদের ধৈর্যের সাথে কঠিন পথ পাড়ি দিতে হবে। তবেই, সাফল্য আসবে।
গতকাল বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের পরিচিতি (ওরিয়েন্টেশন) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় কলেজের ৩য় তলায় পরীক্ষা হলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ মুজিবুল হক, ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তী ও সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মোঃ আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং কলেজের সার্বিক পরিচিতি তুলে ধরেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুল হক। পরে পর্যায়ক্রমে নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইখতিয়ার উদ্দিন রাহাত ও তনুশ্রী দেব। অভিভাবকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকছুদুর রহমান, ডাঃ সৈয়দ আবু আহমেদ শাফী ও মোঃ সলিমুল্লাহ বক্তৃতা করেন। শিক্ষকদের মধ্যে অধ্যাপক ডাঃ মোহাম্মদ হেজবুল্লাহ জীবন, অধ্যাপক ডাঃ আশিক আনোয়ার বাহার, অধ্যাপক ডাঃ নাসরিন আক্তার, সহযোগী অধ্যাপক ডাঃ সুদীপ্তা চৌধুরী, সহযোগী অধ্যাপক ডাঃ সুমনা তনু, সহকারী অধ্যাপক ডাঃ নিবেদিতা রায়, সহকারী অধ্যাপক ডাঃ আফরোজা রশিদ নীপা এবং সহকারী অধ্যাপক ডাঃ সত্যব্রত ঘোষ (অমিত)।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই মেডিকেলের শিক্ষার্থী হিসেবে তোমরা গর্ববোধ করতে পারো। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২২ জুন ক্লাস শুরু হবে এবং ৫ বছরের মধ্যেই তা শেষ করতে হবে ।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ডাঃ অনামিকা ও ডাঃ তাওফিমা ইসলাম। ওসমানী মেডিকেল কলেজে এবার ভর্তিকৃত ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৪২ জন ছাত্রী ও ১০৮ জন ছাত্র।