উমাইরগাঁওয়ে ধরা পড়ল ‘বুঙ্গার চিনির’ সারি সারি ট্রাক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৪, ২:৫২:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ে ধরা পড়েছে ‘বুঙ্গার চিনির’ সারি সারি ট্রাকের চালান। ভারত থেকে অবৈধভাবে নেমে আসা চিনির বড় চালান আটক করেছে পুলিশ। সীমান্ত পাড়ি দিয়ে ১৪টি ট্রাকে ভরে সিলেটে নিয়ে আসার পথে ‘বুঙ্গার চিনির’ এই চালান আজ বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে জালালাবাদ থানাধীন উমাইরগাও থেকে জব্দ করা হয়।
অভিযানকালে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে কোনো চোরাকারবারী আটক হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১৪টি ট্রাক ভর্তি ভারতীয় চিনি জব্দ করেছি। এ সময় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল আটক করা হয়। ১৪টি ট্রাকে মোট কত বস্তা চিনি রয়েছে, তা গণনা চলছে। পরে বিস্তারিত বলা যাবে।
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি। তাদের ধরতে অভিযান চলছে।