নাজিরবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৪, ১২:৪৭:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাকচাপায় এক মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন।
সোমবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার সময় নাজিরবাজার এলাকায় সড়ক পারাপারের সময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মুক্তিযোদ্ধা নজরুল আলম খান (হিরন)। তিনি ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামের খান বাড়ী নিবাসী মরহুম ইসরাইল খানের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের জানাজা আজ মঙ্গলবার বেলা ২টায় ওসমানীনগর উপজেলার চিন্তামনি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান। তিনি বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।