আমেরিকায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৪, ১২:৪৫:৪৬ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : দক্ষিণ সুরমার নিয়ামতপুর নিবাসী বনবিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো: শাহজাহান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় আমেরিকা ক্যালিফোর্নিয়া শহরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে নাতি নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা মো: শাহজাহান ছিলেন দক্ষিণ সুরমার মকন দোকান ‘চাদনী সোসাইটি’র সত্বাধিকারী। তিনি দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন।
মেয়ে স্কুল শিক্ষিকা আয়েশা সিদ্দিকা জানান, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর বাবার শেষ ইচ্ছা ছিলো মারা গেলে যেন লাশ দেশের মাটিতে দাফন করা হয়। সে লক্ষ্যে লাশ দেশে নিয়ে আসার চেষ্টা চলছে। এছাড়া তার ভাই বোনেরাও ইউরোপের অন্য দেশে রয়েছেন। লাশ দেশে আসলে জানাযার সময় নির্ধারণ করা হবে।
আয়েশা সিদ্দিকা তার বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।