ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ
অধ্যক্ষ ও প্রভাষককে অপসারণ না করলে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেনা শিক্ষার্থীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৪, ৩:৫০:৪৭ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন রায় ও শিক্ষক নাজমুল হুদার অপসারণের দাবীতে অধ্যক্ষ রুমে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আর গতকাল বুধবার সকাল ১০টায় ৩ ঘন্টা ব্যাপী অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন রায় ও প্রভাষক নাজমুল হুদার অনিয়ম-দুর্নীতির কারণে শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টিসহ ধ্বংসের পথে যাচ্ছে কলেজটি। এ নিয়ে গত এক মাস ধরে কলেজের অভিযুক্ত অধ্যক্ষ ও প্রভাষকের অপসারণ দাবিতে আন্দোলন করলেও দেখার যেন কেউ নেই।
তারা আরো বলেন, ১৯৯৫ সালে এলাকার শিক্ষানুরাগীরা কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেকজটির যথেষ্ট সুনাম ও সুখ্যাতি রয়েছে। সেই সুনাম দুর্নীতিবাজ শিক্ষকদের কারণে আজ ক্ষুন্ন হচ্ছে। আমরা সেটা করতে দেব না। কলেজকে দুর্নীতিমুক্ত করতে যা প্রয়োজন, তাই করা হবে। এতে আমরা ঐক্যবদ্ধ। তারা দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষ ও প্রভাষকের অপসারণের দাবি জানান। অন্যথায় আগামী ৩০ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেবে না। আন্দোলনের কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এজন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, অধ্যক্ষ ও শিক্ষক এর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম, কলেজের কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত খরচ ও দুর্নীতির অভিযোগে তাদের অপসারণের দাবীতে প্রায় এক মাস যাবত ক্লাশ বর্জন,মানববন্ধন, বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এদিকে, আন্দোলনের কারণে গত ৪ জুনের এইচএসসি ইয়ার চেঞ্জ পরীক্ষা স্থগিত করা হয়।