বানিয়াচংয়ে গ্রাম্য সর্দার নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ৩০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৪, ১:৫৩:০৮ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচংয়ে গ্রাম্য সর্দার নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। গত রোববার দুপুরে উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, গত রোববার দুপুরে নন্দীপাড়া ও আশপাশের গ্রামবাসী পূর্ব নির্ধারিত শেখ শাহনেওয়াজ ফুল মিয়ার বাড়িতে জমায়েত হয়েছিলেন। এক পর্যায়ে নন্দীপাড়া গ্রামের সর্দার নির্বাচনে শেখ বাবুল বক্স ও ইউপি সদস্য লোকমান মিয়া প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষণা করেন। প্রার্থীদের ভোটার বাছাই চলাকালে লোকমান মেম্বার ও বাবুল বক্সের লোকজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩০ জন আহত হন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ ব্যাপারে সতর্ক রয়েছে। এ পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি।