কাউন্সিলর আজাদের বাসভবনে হামলার ঘটনায় সিসিকের স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৪, ১:২৭:১২ অপরাহ্ন

কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুর তিনটায় জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিকাল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি