কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৫:০৯:৪৪ অপরাহ্ন
ভাঙ্গিয়ে চাঁদা দাবির অভিযোগ
স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টুকেরবাজার এলাকার শরিফ উদ্দিন নামে এক ব্যক্তি মাঝেরগাঁও গ্রামের তামান্না আক্তার হেনার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল বুধবার একটি কথোপকথন ভাইরাল হয়।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোম্পানীগঞ্জে সমন্বয়ক সোহাগ আহমেদ জানান, বিষয়টি জানাজানি হলে নিন্দার ঝড় উঠে। ছাত্র-জনতা সম্মিলিতভাবে চাঁদাবাজদের প্রতিহিত করবে বলেও জানান তিনি।
যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদা দাবির বিষয়টি সম্পর্কে তিনিও জেনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।