রাসুল (সা:) এর জীবনীই হচ্ছে আমাদের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৪:১৫:০৬ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স
—- অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার
হোলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার বলেছেন, রাসুল (সা:) এর জীবনীই হচ্ছে আমাদের একমাত্র অনুকরণীয় আদর্শ। রাসুলের আদর্শ বাস্তবায়ন করলেই সমাজে হানাহানি, হিংসা-বিদ্বেষ দূর হবে। আমরা রাসুলের আদর্শ থেকে দুরে সরে যাওয়াতেই আজকের সমাজে বিপর্যের মূল কারণ ।
তিনি গতকাল বৃহস্পতিবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী(সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌসের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা: হোসাইন আহমদের পরিচালনায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সৌদী দূতাবাসের দায়ী শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মোহাম্মদ রাশেদুল হক।
হযরত মোহাম্মদ (সা:) এর জীবনের গুরুত্বপূর্ণ ৫টি গুণের উপর আলোচনা করেন শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী। তিনি রাসুলের এই গুণাবলিতে আমল করার তাগিদ দেন। তিনি আরো বলেন, রাসুল ছিলেন একজন আদর্শ স্বামী এবং একজন আদর্শ পিতা। তাকে অনুকরণ করলেই সংসার সুখি হয়ে যাবে ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগে: জে: (অব:) ডা: জি এম মনিরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ইসমাঈল পাটওয়ারী প্রমুখ ।
শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন ডা: নাহিয়ান মাহমুদ। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিবৃন্দ রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । বিজ্ঞপ্তি